11/22/2024 রাশিয়ার সঙ্গে সম্পর্ক যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো : আফগান পররাষ্ট্রমন্ত্রী
মুনা নিউজ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৬
আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তালেবান সরকারের। রাশিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
মুত্তাকি বলেন, ‘রাশিয়ার সঙ্গে বর্তমানে আমাদের প্রায় ৪০০ মিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কও বেশ ভালো। মস্কোর প্রতিনিধি দল বেশ কয়েকবার আমাদের দেশে এসেছে, আমরা তাদের সঙ্গে দেখা করেছি, আলোচনা করেছি। আমরাও মস্কো গিয়েছি, বৈঠকে বসেছি। সব মিলিয়ে রাশিয়ার সঙ্গে বিদ্যমান এই সম্পর্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের চেয়ে ভালো।’
আফগানিস্তানে দায়েশের উপস্থিতি সম্পর্কে মুত্তাকি দাবি করেন, আফগানিস্তানে দায়েশের কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। তার মতে, দেশে দায়েশ কর্তৃক যেসব হামলা হচ্ছে, সেসবের জন্য বাইরে থেকে আসা সন্ত্রাসীরাই দায়ী।
তিনি বলেন, ‘আফগানিস্তানে যখন বিদেশি শক্তি ছিল, তখন দায়েশের জোরালো উপস্থিতি ছিল। কিন্তু এখন তারা আর আফগানিস্তানের কোনো অংশকে নিয়ন্ত্রণ করার অবস্থায় নেই। বর্তমানে আফগানিস্তানে কোনো দায়েশ নেই। আফগানিস্তানের চল্লিশ মিলিয়ন জনসংখ্যার মধ্যে একজনও দায়েশ সদস্যদের উপস্থিতির ব্যাপারে কোনো সাক্ষ্য দিতে পারবে না।’
পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক বিরোধের ব্যাপারে মুত্তাকি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি আবার আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে, তবে তারা কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। এর আগেও পাকিস্তান এ ধরনের কাজ করেছে। আমরা এর নিন্দা জানিয়েছি, প্রতিক্রিয়া জানিয়েছি। তবে ভবিষ্যতে যদি তারা এ ধরনের কাজ অব্যাহত রাখে, তাহলে তাদের কড়া জবাব দেওয়া হবে।
তালেবান ক্ষমতা নেওয়ার আগে ২০ বছর ধরে আমেরিকান নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ব্যাপারে তিনি বলেন, ‘এই ন্যাটো বাহিনী দুই দশক ধরে যে যুদ্ধাপরাধ করেছে, তা বর্ণনাতীত। ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলোকে গত বিশ বছরের যুদ্ধে ক্ষতিগ্রস্তদের যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.