11/24/2024 আমেরিকান অস্ত্রে ফিলিস্তিনি হত্যা বন্ধ করুক ইসরায়েল : ল্যাভরভ
মুনা নিউজ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৩
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ২৮ সেপ্টেম্বর, শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে ইসরায়েল ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা করছে। তিনি এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।
ল্যাভরভ বলেন, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তবে ওই হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চালানো গণহত্যা গভীর উদ্বেগের বিষয়। ইসরায়েলি হামলার কারণে ফিলিস্তিনিরা অভূতপূর্ব মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় মানবিক সাহায্য সরবরাহ ও অবকাঠামো পুনর্গঠনের ওপর জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের স্ব-নিয়ন্ত্রণ অধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে হবে। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ দিতে হবে।
লেবাননে ইসরায়েলি হামলাকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে ল্যাভরভ বলেন, বেসামরিক প্রযুক্তিকে অস্ত্রে রূপান্তর করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের এই প্রয়াস সন্ত্রাসবাদের স্পষ্ট উদাহরণ। এই অপরাধের অবিলম্বে তদন্ত করা উচিত।’
গত এক বছর ধরে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকাকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পাশাপাশি ইরানে হামলা চালিয়ে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা, লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পাশাপাশি ইরান, ইরাক, সিরিয়া হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।
যুক্তরাষ্ট্র তাদেরকে মৌখিকভাবে তাদেরকে যুদ্ধ থামাতে বললেও ইসরায়েলের চাহিদামতো অস্ত্র তাদেরকে সরবরাহ করে এসব হত্যাকাণ্ডে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.