12/03/2024 মুনা কানেকটিকাট চ্যাপ্টারের উদ্যোগে এডুকেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
মুনা সাংগঠনিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৫
মুসলিম উম্মাহ অফ নর্থ আমরেকিা – মুনা কানেকটিকাট চ্যাপ্টারের উদ্যোগে এডুকেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর শনিবার কানেকটিকাটের ইসলামিক সেন্টার অফ ওয়ালিংফোর্ডে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুনা ইউথ কানেকটিকাট চ্যাপ্টারের ইয়ুৎ এসোসিয়েট মেম্বার তাওহিদ উদ্দিন। কুরআনের অনুবাদ করেন মুনা ইউথ কানেকটিকাট চ্যাপ্টারের এসোসিয়েট মেম্বার তাশদীদ উদ্দিন।
এডুকেশন ওয়ার্কশপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ। প্রধান অতিথি দ্বায়িত্বশীল ভাই বোনদের সাথে সমাজে কিভাবে মুসলিম অমুসলিম সবাইকে ইসলামের দাওয়াতের আওতায় নিয়ে আসা যায়, দাওয়াতের হিকমা অবলম্বনের পদ্ধতি, দাওয়াতের পরিধি বাড়ানো এবং নিজেকে কিভাবে আরো যোগ্য করে তোলা যায় এসব বিষয়ে আলোচনা করেন।
এছাড়া ইয়ুৎদের সাথে পৃথকভাবে মিটিং করেন হারুন অর রশীদ। এসময় ইয়ুৎদের সাব-চ্যাপ্টার আরো ডেভেলোপ করার পরামর্শ দেন তিনি। এদিন বেশ কয়েকজন ইয়ুৎ মুনার এসোসিয়েট মেম্বারের ফরম পুরন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদির তফাদার। তার জান্নাতের উপর কুরআন হাদিসের পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক আলোচনা সকলেই খুবই মনযোগ সহকারে শোনেন।
এডুকেশন ওয়ার্কশপটি পরিচালনা করেন মুনা কানেকটিকাট চ্যাপ্টার সেক্রেটারি মজির উদ্দিন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুনা কানেকটিকাট চ্যাপ্টার এডুকেশন ডিরেক্টর প্রফেসর নুরুল আমিন।
এডুকেশন ওয়ার্কশপে নাশিদ পেশ করেন আটলান্টিক সাংস্কৃতিক দলের সদস্য আবদুর রহিম এবং ইস্ট জোন মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট ডিরেক্টর আকবর উদ্দিন।
মুনা কানেকটিকাট চ্যাপ্টারের প্রেসিডেন্ট আব্দুল নাঈমের সমাপনী বক্তব্যের পর ন্যাশনাল সভাপতির দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.