11/24/2024 বিশ্বকে শান্তি নয়তো অভিশাপ বেছে নিতে হবে: জাতিসংঘের ভাষণে নেতানিয়াহু
মুনা নিউজ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩২
জাতিসংঘের সাধারণ পরিষদে দুটি মানচিত্র দেখিয়ে, বিশ্বকে যেকোনো একটি বাছাইয়ের আহবান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৭ সেপ্টেম্বর শুক্রবার নিউইয়র্কে সাধারন পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি যে দুটি মানচিত্র প্রদর্শন করেছিলেন, তার একটিকে বিশ্বের জন্য শান্তির আশীর্বাদ এবং অপরটি অভিশাপ হিসেবে বিশ্বের নিকট তুলে ধরেন এবং দুটোর মধ্যে তৎক্ষণাৎ একটি বাছাইয়ের আহ্বান জানান।
নেতানিয়াহুর ভাষায় অভিশাপের বিশ্বে সিরিয়া, ইরাক ও ইরানের মানচিত্র কালো রংয়ে ঢাকা। আর শান্তির মানচিত্রে এ তিন দেশ ও লেবাননের সার্বভৌমত্বের কোনো অস্তিত্ব নেই।
প্রথমে শান্তির মানচিত্র দেখিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল এবং তার আরব অংশীদারদের এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করে এগিয়ে যেতে হবে। এর জন্য একটি নিরাপদ পথ প্রয়োজন। কিন্তু দ্বিতীয় মানচিত্রটি দেখুন। এটি একটি অভিশাপের মানচিত্র। এটি সন্ত্রাসের একটি মানচিত্র; যা ইরান ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগরব্যাপী তৈরি করেছে এবং চাপিয়ে দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তিনি মূলত এই বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে না আসার ইচ্ছা করেছিলেন। তবে অন্যান্য বিশ্ব নেতাদের দ্বারা তার দেশের বিরুদ্ধে মিথ্যা ও অপবাদ শোনার পরে তিনি সিদ্ধান্ত বদলে এসেছেন। তার আসার উদ্দেশ্য সত্য বলা বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা বর্বর শত্রুদের মুখোমুখি হচ্ছি। যারা আমাদের ধ্বংসের চেষ্টা করছে। আমাদের অবশ্যই এই বর্বর খুনিদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে হবে। তারা কেবল আমাদের ধ্বংস করতে চায় তা নয় বরং আমাদের সাধারণ সভ্যতাকেও ধ্বংস করতে চায়। আমাদের সবাইকে অত্যাচার ও সন্ত্রাসের অন্ধকার যুগে ফিরিয়ে দিতে চায়। ভবিষ্যত নিরাপদ করতে আমাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আমাদের জিততেই হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.