11/22/2024 অস্ট্রেলিয়ায় বেড়েছে এমপক্স আক্রান্তের সংখ্যা
মুনা নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৪
গত তিন মাসে অস্ট্রেলিয়ায় এমপক্স আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। টিকা দেয়ার হার কম হওয়ায় এমপক্স নগরীর বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কায় তারা উদ্বেগ জানিয়েছেন। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
চলতি বছরের এ পর্যন্ত ৭৩৭টি আক্রান্তের রেকর্ড করা হয়েছে। গত কয়েক মাস আগে এদের বেশিরভাগের আক্রান্ত শনাক্ত হয়। তুলনামূলকভাবে গত বছর ২৬ জনের এবং ২০২২ সালে ১৪৪ জনের সংক্রমণ শনাক্ত হয়। এই বছরের নতুন আক্রান্তদের বেশিরভাগই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় শনাক্ত হয়েছে। আক্রান্ত দু’টি কেস ছাড়া বাকী সব নারী।
অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড এজড কেয়ারের একজন মুখপাত্র এএফপিকে বলেন, এই বছরের মে থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
সিডনির যৌন স্বাস্থ্য চিকিৎসক এবং জেনারেল প্র্যাকটিশনার ম্যাথিউ শিল্ডস এবিসিকে বলেছেন, ভাইরাসটি মেট্রো অঞ্চলের বাইরে শনাক্ত হচ্ছে যেখানে টিকা দানের হার কম।
সূত্র : এবিসি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.