04/19/2025 রুহুল আমিন গাজী মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের শোক প্রকাশ
মুনা নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৭
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব। ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার শোক বার্তাতে মরহুমের রুহের মাগফেরাত ও জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, রুহুল আমিন গাজী ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সাংবাদিকদের র্শীষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চতুর্থবারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিএফইউজের মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিক সমাজের দাবি আদায়ে বলিষ্ট কণ্ঠস্বর ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি দৈনিক সংগ্রাম-এর চিফ রিপোর্টার ছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.