11/22/2024 সিরিয়ায ইরানের তেল যেতে দেবেনা যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৬
সিরিয়া ও পূর্ব এশিয়ায় ইরানের তেল রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রেজারি বিভাগ বুধবার এই নিষেধাজ্ঞা দেয়।
মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ট্রেজারি বিভাগ বুধবার ইরানের বিপ্লবী গার্ড এবং হিজবুল্লাহর হয়ে সিরিয়া ও পূর্ব এশিয়ায় ইরানের অপরিশোধিত তেল এবং তরল পেট্রোলিয়াম গ্যাসের চালানের জন্য এক ডজনেরও বেশি সংস্থা ও জাহাজকে অনুমোদন দিয়েছিলো।
সিরীয় শিপিং ম্যাগনেট আব্দুল জলিল মাল্লার বহরের সাথে যুক্ত চারটি জাহাজ, যাকে ২০২১ সালে যুক্তরাষ্ট্র অনুমতি দিয়েছিল এবং তার ভাই লুয়ে আল-মাল্লা বুধবারের ওই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত জাহাজগুলোর মধ্যে ছিল।
ট্রেজারি বিভাগ জানিয়েছে, ভাইরা ইরানের ক্ষতিকারক কার্যকলাপ এবং এর প্রক্সিদের সমর্থন করার জন্য তাদের শিপিং সাম্রাজ্য ব্যবহার করা অব্যাহত রেখেছে।
ইরান (বিপ্লবী গার্ড) এবং লেবানিজ হিজবুল্লাহর উগ্রবাদি প্রক্সি এবং অস্থিতিশীল কার্যকলাপে অর্থায়নের জন্য তেল এবং তরল পেট্রোলিয়াম গ্যাসের অবৈধ বিক্রয়ের উপর ব্যাপকভাবে নির্ভর করে চলেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.