11/24/2024 মোসাদের সদরদপ্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর
মুনা নিউজ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩৬
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে তেলআবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল লেবাননের হিজবুল্লাহ। তবে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগেই ভূপাতিত করে ইসরায়েল। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় একদিনে ৫৬০ জনের বেশি মানুষ নিহতের পর এ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল হিজবুল্লাহ। খবর বিবিসির।
ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় দুই দশকের মধ্যে গত সোমবার ভয়ানক বিমান হামলা চালিয়েছে লেবাননে। ইসরায়েল বলছে, হিজবুল্লাহর ৩০০ লক্ষ্যবস্তুতে তারা একযোগে বিমান হামলা চালিয়েছে এবং ১৬০০টি হামলা চালানো হয়েছে একদিনে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে হামলা শুরু হয়ে দিন-রাতভর বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি হামলায় ৫০ শিশুসহ ৫৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও দেড় হাজারের বেশি।
এই হামলার একদিনের মাথায় বুধবার ভোরে তেল আবিবে মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। ইসরায়েলের রাজধানী শহরের দিকে হিজবুল্লাহর এ ধরনের হামলা এই প্রথম। যদিও তা আঘাত হানার আগেই প্রতিহত করেছে ইসরায়েল।
ইসরায়েল বলেছে, কোনো হতাহতের ঘটনা ছাড়াই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে তারা। তবে এ সময় তেল আবিব ও মধ্য ইসরায়েলজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠে।
সোমবারের হামলার ব্যাপারে ইসরায়েল বলেছে, হিজবুল্লাহর হুমকি দূর করা এবং বাস্তুচ্যুত বাসিন্দাদের উত্তর ইসরায়েলে ফিরিয়ে আনা ও নির্বিঘ্নে রাখার লক্ষ্যেই হামলা চালানো হয়েছে। তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সম্প্রতি উত্তেজনা বেড়েছে ইসরায়েলের। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় যে হত্যা ও ধ্বংস চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলও সমানতালে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। তারই সর্বশেষ রক্তক্ষয়ী আঘাতে সোমবার ৫ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে লেবাননে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.