11/24/2024 ইরানের আঞ্চলিক নৌ জোট গঠনের প্রস্তাবকে স্বাগত জানাল চীন
মুনা নিউজ ডেস্ক
৬ জুন ২০২৩ ০৮:২১
শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের পক্ষ থেকে একটি আঞ্চলিক নৌ জোট গঠন যে পরিকল্পনা করা হয়েছে তাকে স্বাগত জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন সোমবার বেইজিংয়ে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।
আঞ্চলিক নৌ জোট গঠনের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে চীন। এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, “পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হলে এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ওই অঞ্চলের জনগণ উপকৃত হবে।”
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। বিষয়টি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও উল্লেখ করা হয়েছে।
তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করলে আন্তর্জাতিক শান্তি রক্ষিত হবে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিরাপদ থাকবে।
ওয়াং ওয়েবিন বলেন, আঞ্চলিক দেশগুলো সুপ্রতিবেশীসুলভ মনোভাব নিয়ে সংলাপ ও শলাপরামর্শের মাধ্যমে নিজেদের মধ্যকার মতবিরোধ নিরসন করবে বলে বেইজিং আশা করছে।
ইরান সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগরের তীরবর্তী অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে একটি নৌজোট গঠনের প্রস্তাব ঘোষণা করে। আঞ্চলিক নিরাপত্তা রক্ষার ওই জোটে ভারত ও পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করা হবে বলে জানায় তেহরান। ইরানের নৌকমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি শনিবার তেহরানে এক বক্তব্যে এই নৌজোট গঠনের কথা জানিয়েছিলেন।
সূত্র : ইরনা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.