11/23/2024 সেপ্টেম্বরের ১৮ দিনে মেট্রোরেলের আয় সাড়ে ২০ কোটি টাকা
মুনা নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২২
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৮ দিনে বাংলাদেশের মেট্রোরেল থেকে ২০ কোটি ৬৭ লাখ তিন হাজার ৫৯১ টাকা আয় হয়েছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএসটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে তিনি এ তথ্য জানান।
মোহাম্মদ আবদুর রউফ জানান, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে আমাদের আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা। এর মধ্যে ২ শুক্রবারে দুদিন বন্ধ ছিল। তবে গত ১৮ সেপ্টেম্বর, বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রোরেল বন্ধ থাকায় এক কোটি টাকা লোকসান হয়েছে।
এছাড়া গড়ে প্রতিদিন তিন লাখ মানুষ মেট্রোরেল ভ্রমণ করেন বলেও জানান ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক।
উল্লেখ্য, উদ্বোধনের পর থেকে শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে চলাচল করে দ্রুতগতির এ গণপরিবহন। এছাড়া কোটাবিরোধী আন্দোলনে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও ওই দিন চালু করা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.