11/22/2024 ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ঢাকায় চীনের সেরা চিকিৎসকরা
Israt Jahan
২২ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৯
ছাত্র-জনতার আন্দোলনের সময় আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় পৌচেছে চীনের সেরা হাসপাতালের মেডিকেল টিম।২২ সেপ্টেম্বর, রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মেডিকেল টিমকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শেখ সায়েদুল হক।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক অভ্যুত্থানের সময় অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। ব্যাপকভাবে কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীনা সরকার নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। সেই সঙ্গে হতাহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে।
রাষ্ট্রদূত জানান, চীনের জনগণও বাংলাদেশি জনগণের কষ্টের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, চীনা চিকিৎসা বিশেষজ্ঞরা সবাই ‘ওয়েস্ট চায়না মেডিকেল সেন্টারের’। এটি চীনের অন্যতম সেরা হাসপাতাল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ডং কুইআন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.