04/04/2025 কোরআন একাডেমী ফর ইয়াং স্কলার্স এর উদ্যোগে ফান্ড রাইজিং ডিনার
মুনা সাংগঠনিক ডেস্ক
৫ জুন ২০২৩ ২১:১৪
গত ৩ জুন শনিবার নিউইয়র্কে কোরআন একাডেমী ফর ইয়াং স্কলার্স - কাফিস, (QURAN ACADEMY FOR YOUNG SCHOLARS - QAFYS) এর উদ্যোগে ফান্ড রাইজিং ডিনারের আয়োজন করা হয়।
”কাফিস “এর চেয়ারম্যান মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব আবু আহমেদ নুরুজ্জমান-এর সভাপতিত্বে ফান্ড রাইজিং অনুষ্ঠান টি উদ্ভোধন করেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন অর রশীদ ।
অুনষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুনা’র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, ইমাম সিরাজ ওয়াহাজ্জ, ইয়াকিন ইনষ্টিটিউট ইউএসএ -এর ভাইস প্রেসিডেন্ট ড: আলতাফ হোসাইন। ফান্ড রাইজিং অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন মুনা’র অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমাদ আবু ওবায়দা, হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, ডাক্তার আতাউল গনি ওসমানী এবং ড. রুহুল আমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক সাউথ জোনের প্রেসিডেন্ট সাফায়াত হোসাইন সাফা এবং নিউইয়র্ক নর্থ জোনের প্রেসিডেন্ট রাশেদুজ্জামানসহ অন্যান্য দায়িত্বশীলগন।
ফান্ড রাইজিং অনুষ্ঠানে সাংবাদিক, বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ, ডাক্তার, ইন্জিনিয়ার,ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্তিত থেকে অনুষ্ঠানের শোভা বর্ধন করেন এবং উপস্থিত সবাই ‘QAFYS’ -এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শহীদ উল্লাহ কাইছার,
নিউইয়র্ক।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.