11/24/2024 তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ‘এক চীন নীতি’র লঙ্ঘন: চীন
মুনা নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪০
তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি চীনের ‘এক চীন নীতি’র লঙ্ঘন। ২০ সেপ্টেম্বর, শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওগাং এই মন্তব্য করেছেন। এসময় তিনি বলেন, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে দেশটির মধ্যকার যৌথ যোগাযোগ নীতিকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ঝাং বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে তারা।
তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির জন্য বুধবার আমেরিকান সামরিক-সংশ্লিষ্ট নয়টি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা দিয়েছিল। সেসব সংস্থার সম্পদও হিমায়িত করেছে দেশটি।
স্বায়ত্তশাসিত তাইওয়ানের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। দ্বীপের নেতৃত্বের সঙ্গে আনুষ্ঠানিক লেনদেন থেকে বিরত থাকতে হোয়াইট হাউজকে বারবার আহ্বান জানিয়েছে চীন।
তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে বেইজিং। তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তাইপে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.