11/23/2024 বৈশ্বিক-আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জরুরি: বাইডেন
মুনা নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৬
পাকিস্তান ও তাঁর দেশের মধ্যে একটি স্থায়ী সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য জরুরি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ প্রেসিডেন্টের সরকারি অতিথি ভবন ব্লেয়ার হাউসে তাঁর প্রত্যয়নপত্র জমা দিতে গেলে প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে, গত ১৮ সেপ্টেম্বর বুধবার রিজওয়ান সাঈদ শেখ ব্লেয়ার হাউসে যান তাঁর লেটার অব ক্রেডেন্স বা প্রত্যয়নপত্র জমা দিতে যান। এ সময় শীর্ষস্থানীয় আমেরিকান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিজওয়ান যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের ৩০ তম রাষ্ট্রদূত।
বাইডেন বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে স্থায়ী অংশীদারত্ব বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।’
এ সময় তিনি জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা হুমকি এবং স্বাস্থ্য সমস্যাগুলোর মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্র-পাকিস্তান সহযোগিতারও প্রশংসা করেন এবং নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দেন।
এর আগে, পাকিস্তানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সহযোগিতা করার অভিযোগ এনে বেশ কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা আরোপ করে। এ বিষয়ে পররাষ্ট্র দপ্তর বলেছে, দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক থাকার পরও এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ থেকে যুক্তরাষ্ট্রকে কেউ ঠেকাতে পারবে না।
এ বিষয়ে এ ধরনের নিষেধাজ্ঞা অবশ্য এই প্রথম নয়। এর আগে, ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম দিয়ে সহযোগিতা করার অভিযোগ এনে তিন চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.