11/23/2024 বাইডেনকে ‘খুব ভালো’ আখ্যা দিলেন ডোনাল্ড ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:২১
প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘খুব ভালো’ বলে আখ্যা দিয়েছেন তাঁর সাবেক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। মূলত ট্রাম্পের ওপর গুলির ঘটনার পর ফোন করে তাঁর খোঁজ নেন বাইডেন। সেই বিষয়টিকে সামনে এনেই বাইডেনকে ‘খুব ভালো’ বলে আখ্যা দেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার নতুন একটি ক্রিপটোকারেন্সির বিষয়ে ভার্চুয়ালি আলোচনা করার সময় ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হত্যাচেষ্টার শিকার হন। ফোনে সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তিনি বাইডেন আজ খুব ভালো ছিলেন। আমি ঠিক আছি, তা নিশ্চিত করার জন্য এবং আমার কোনো পরামর্শ দেওয়ার আছে কি না তা জানার জন্য তিনি আমাকে ফোন করেছিলেন। আপনারা জানেন, অন্য মানুষদের মাঝে এই বিষয়টি নেই এবং তিনি আজ যা করেছেন তার চেয়ে ভালো আর কিছু করা সম্ভব নয়।’
গত ১৫ সেপ্টেম্বর রোববার ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের নিজস্ব গলফ কোর্টে ট্রাম্পের ওপর এই হামলা হয়। এ নিয়ে দ্বিতীয়বার ট্রাম্পের ওপর গুলি হামলা হলো। এই ঘটনার পর কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, তারা গতকাল রোববার ট্রাম্পের ওপর যে হত্যাচেষ্টা হয়েছে সে বিষয় তদন্ত করছে।
হত্যাচেষ্টার শিকার হওয়া ট্রাম্প তাঁর নির্বাচনী তহবিল সংক্রান্ত ওয়েবসাইটে লিখেন, ‘আপনারা ভয় পাবেন না। আমি নিরাপদ ও সুস্থ আছি। কেউ আহত হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ!’ তিনি আরও লিখেন, ‘কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আমাদের থামাতে যা যা করা দরকার তাই করবে। তবে আমি আপনাদের ভয়ে লড়াই বন্ধ করব না, কখনই আত্মসমর্পণ করব না।’
ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প ওয়েস্ট পাম বিচ কোর্সে গলফ খেলছিলেন। যা তাঁর বাসভবন মার-এ-লাগো থেকে অল্প দূরে। ট্রাম্প তাঁর পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘আমাকে সমর্থন করার জন্য আমি আপনাদের সব সময় ভালোবেসে যাব। আমরা ঐক্যের মাধ্যমে আমেরিকাকে আবার মহান করে তুলব।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.