11/23/2024 আফগান পুলিশ বাহিনীতে ব্যাপক সম্প্রসারণ, আছেন নারী কর্মকর্তাও
মুনা নিউজ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৬:১৬
আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিচ্ছে তালেবান প্রশাসন। এরই অংশ হিসেবে দ্রুত গতিতে বাড়ানো হচ্ছে দেশটির পুলিশ বাহিনীর আকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বর্তমানে আফগান পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে আড়াই লাখে। খবর তোলো নিউজ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন খান এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে।’
তিনি আরও জানান, প্রয়োজনে পুলিশ বাহিনীতে আরও সদস্য নিয়োগ দেওয়া হবে।
উল্লেখযোগ্য যে, এই আড়াই লাখ পুলিশ সদস্যের মধ্যে প্রায় দুই হাজার নারী পুলিশ কর্মকর্তাও রয়েছেন। মুখপাত্র আব্দুল মতিন খান বলেন, ‘পুরুষ পুলিশ অফিসারদের পাশাপাশি জনগণের সেবা করার জন্য নারী পুলিশ অফিসারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।’
বর্তমানে তারা পরিদর্শনসহ বিভিন্ন পরিষেবা খাতে নিযুক্ত রয়েছেন। প্রয়োজনে তাদের সংখ্যাও বাড়ানো হবে বলে জানান তিনি।
এদিকে, সামরিক বিষয়ক বিশ্লেষক ইউসুফ আমিন জাজাই পুলিশ বাহিনীর প্রশিক্ষণ, পেশাদারিত্ব এবং দেশ ও জনগণের প্রতি আনুগত্যের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের অবশ্যই স্পষ্ট আচরণবিধি মেনে চলতে হবে।’
উল্লেখ্য, কেবল পুলিশ বাহিনী নয়, তালেবান প্রশাসন দেশটির সেনাবাহিনীর আকারও বৃদ্ধি করছে। কিছুদিন আগে প্রতিরক্ষা মন্ত্রকের একজন কর্মকর্তা জানান, চলতি বছরে সেনাবাহিনীর সদস্য সংখ্যা দুই লাখে উন্নীত করা হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.