11/22/2024 ‘চুবানো’ ও ‘টুস করে ফেলে দেওয়া’ এর হুমকিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
মুনা নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৮
নতুন মামলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এবার পদ্মা সেতুতে চুবিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হত্যার হুমকি দেওয়ায় এই মামলা হয়েছে তার বিরুদ্ধে। ১৫ সেপ্টেম্বর, রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত এই মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামের ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ পাল চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের বিচারক জুয়েল দেবের আদালতে এ মামলা করেন।
মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ১৮ মে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, খালেদা জিয়া বলেছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে। ওখানে চড়া যাবে না, ভেঙে পড়বে। এর সঙ্গে যুক্ত ছিল তার (খালেদা জিয়ার) দোসররাও। তাদেরকে কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। ড. ইউনূসকে নিয়েও সমালোচনা করেছিলেন হাসিনা।
তিনি বলেছিলেন, যিনি (ইউনূস) একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো প্রকল্পের টাকা বন্ধ করেছে। তাকেও পদ্মা নদীতে নিয়ে দুটি চুবানি দিয়ে উঠিয়ে নেওয়া উচিত। মরে যাতে না যায়। পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। তাহলে যদি এদের শিক্ষা হয়।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.