11/22/2024 নির্বাচিত হলে হাইতির অভিবাসীদের বিতাড়িত করবেন ট্রাম্প!
মুনা নিউজ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৭
বিভিন্ন মহলে সমালোচনা সত্ত্বেও প্রেসিডেন্ট নির্বাচিত হলে হাইতির অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার অঙ্গীকার করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ১৩ সেপ্টেম্বর শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত নিজ মালিকানাধীন অবকাশকেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।
ট্রাম্প দাবি করেন, ‘ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের সব অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। সীমান্ত পেরিয়ে যেসব মানুষ এই অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে এসেছেন, তারা বিড়াল ধরে খাচ্ছেন।’
এর আগে, গত মঙ্গলবারও এক নির্বাচনী বিতর্কে হাইতির অভিবাসীদের বিষয়ে এমন অদ্ভুত অভিযোগ আনেন ট্রাম্প। তিনি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, স্প্রিংফিল্ড শহরের অভিবাসীরা স্থানীয়দের পোষা প্রাণী ধরে খেয়ে ফেলছে। স্প্রিংফিল্ডে প্রায় ১৫ হাজার হাইতির অভিবাসী বাস করেন। তাদের অধিকাংশই বৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে এসেছেন।
ট্রাম্প প্রায়শই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন। কিন্তু এবার তিনি ‘কুকুর বেড়াল খেয়ে ফেলছে’ অভিযোগ নিয়ে দেশব্যাপী তোলপাড় ফেলে দিয়েছেন। তার বক্তব্য নিয়ে সমালোচনা হলেও তাতে পাত্তা দিচ্ছেন না তিনি। তার এমন বক্তব্যের পর হাইতির অভিবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।
সূত্র : রয়টার্স।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.