11/22/2024 ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর
মুনা নিউজ ডেস্ক
৫ জুন ২০২৩ ০৮:৩৫
ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনএসসি) জানিয়েছে, ৫জুন, সোমবার আজ সকাল ৭টা ৪০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
সংবাদমাধ্যম দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে বঙ্গোপসাগরে ৩ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে।
এনসিএসর দেওয়া তথ্য অনুসারে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গত সাত মাসে এই অঞ্চলটিতে কমপক্ষে তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে চলতি বছরের নতুন দিন, অর্থাৎ গত ১ জানুয়ারি রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল এই অঞ্চলে। ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। ওই দিন সকাল ১০টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। একই দিন রাত ১টা ১৯ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে হরিয়ানার ঝাজ্জার এলাকা কেঁপে ওঠে।
এ ছাড়া গত বছরের ৫ ডিসেম্বর বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সেদিন সকাল ৮টা ৩২ মিনিটে ওই ভূমিকম্পটি বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
সূত্র : দি ইকোনমিক টাইমস
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.