11/24/2024 এবার রাশিয়ার প্রচারমাধ্যম আরটির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মুনা নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৬
রাশিয়ার সরকারি প্রচারমাধ্যম আরটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, সংস্থাটি রাশিয়ার গোয়েন্দা সংস্থার হাতিয়ার হিসেবে কাজ করছে এমন অভিযোগেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।
শুক্রবার যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আরটি রাশিয়ান-সমর্থিত মিডিয়া আউটলেটগুলোর একটি নেটওয়ার্কের অংশ যা গোপনে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল’ করার চেষ্টা করেছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আরটি রাশিয়ার সরকারের মদদপুষ্ট। এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতাসহ বিশেষ ইউনিট রয়েছে। রুশ গোয়েন্দাদের সঙ্গে আরটির যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করা হয়।
এদিকে ব্লিঙ্কেনের এমন মন্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করে একে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ষড়যন্ত্র তত্ত্ব বলে উল্লেখ করেছে আরটি।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্রে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে বিশেষজ্ঞ পদে একটি ‘নতুন পেশা’ থাকা উচিত।
গত সপ্তাহেই আরটির সম্পাদক মার্গারিটা সিমোনিয়ানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এছাড়া রাশিয়ার নির্বাচনে আরটি প্রভাব বিস্তার করতে চেয়েছিল বলেও অভিযোগ আনে যুক্তরাষ্ট্র।
এমন অভিযোগের জবাবে মার্গারিটা সিমোনিয়ান বলেন, যুক্তরাষ্ট্রে চমৎকার শিক্ষকরা রয়েছে। তিনি বলেন, আরটির অনেক কর্মীই যুক্তরাষ্ট্রের অর্থায়নে দেশটিতে পড়াশোনা করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.