11/23/2024 মুনা নিউইয়র্ক নর্থ জোনের উদ্যোগে মেম্বার ও সিনিয়র মেম্বারদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
মুনা নিউজ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩৪
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা নিউইয়র্ক নর্থ জোনের উদ্যোগে মেম্বার ও সিনিয়র মেম্বারদের দিনব্যাপি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর, শনিবার নিউইয়র্ক সিটির কুইন্সে মুনা সেন্টার অফ জ্যামাইকা’র মিলনায়তনে এই বৈঠকের আয়োজন করা হয়।
শিক্ষা বৈঠকের সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মো: রাশেদুজ্জামান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক মাওলানা তোয়াহা আমিন খান ও শিক্ষা সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।
দিনব্যাপী এই শিক্ষা বৈঠকে প্রধান অতিথি মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ বলেন, ”রহমানের বান্দাদের জীবন পরিচালিত হবে বাইয়াত বা আনুগত্যের শপথের ভিত্তিতে। আলামুল আরওয়াহ বা রূহজগতে মহান রবের দরবারে যে আনুগত্যের শপথ সকলেই করেছিল, সেই শপথের আলোকে জীবনের শেষ পর্যন্ত চলা রহমানের বান্দাদের আসল পরিচয়। পরিপূর্ণ ঈমানদার বা মুমিনের সফলতার জন্য বাইয়াতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য ।”
তিনি আরো বলেন, ”বাইয়াতবিহীন মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু। বাইয়াত বা শপথ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মানবজীবনে সফলতার জন্য বাইয়াতের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। বাইয়াত বা আনুগত্য মানুষের জীবনকে সুন্দর, জ্ঞানগত পরিপূর্ণতা, মানুষের কল্যাণকামী ও উন্নত আমলের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। রাসূল সা.-এর কাছ থেকে সাহাবীগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে বাইয়াত নিয়েছেন। রাসূল (সা.)-এর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম আবু বকর রা.-এর নিকট বাইয়াত হয়েছেন। মুসলিম সমাজ পরিচালনার দায়িত্ব যার ওপর ন্যস্ত হয়েছিল, তাঁর নিকট বাইয়াত হওয়া ইসলামের ইতিহাসে ব্যাপকভাবে স্বীকৃত।”
অন্যান্য আলোচকবৃন্দ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের গুণাবলী তুলে ধরে বলেন, ”একজন কর্মীর তুলনায় নেতার জবাবদিহিতা অনেক বেশী। তাই দায়িত্বশীলদের আচার-ব্যবহার চলাচল সবই হবে আল্লাহর কুরআন ও রাসুল (সা:)’র নির্ধারিত পন্থায়। কুরআন ও হাদীসকে যথাযথ অনুসরণ করতে পারলেই দুনিয়াতে কল্যাণ ও আখেরাতে মুক্তি সম্ভব। ইসলামী আন্দোলনের কাজকে অভিষ্ট লক্ষ্যে পৌছঁতে হলে নৈতিক চরিত্র ও ঐক্যের শক্তি অর্জন করতে হবে। কোন অবস্থাতে দ্বীনি পরিবেশকে নষ্ট করা যাবেনা। সমাজের প্রত্যেক স্তরের লোকদের নিকট দরদ মন নিয়ে দাওয়াত দিতে হবে। সকল শ্রেণীর লোকদের কাছে ইসলামের সুমহান বাণী তুলে ধরার গুরুত্বারোপ করেন তারা।”
বৈঠকে বিষয় ভিত্তিক আলোচনা করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমদ নুরুজ্জামান, ন্যাশনাল অ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টও আহমদ আবু উবায়দা, মুনা মজলিশে শুরা মেম্বার আবু সামীহাহ সিরাজুল ইসলাম, ন্যাশনাল সোস্যাল সার্ভিস বিভাগের পরিচালক আব্দুল্লাহ আল আরিফ প্রমুখ। এছাড়া আরো মঞ্চে উপস্থিত ছিলেন মুনার মজলিশ শুরার সদস্য ডা: আতাউল গণী ওসমানী ও সাবেক ন্যাশনাল অর্থ সম্পাদক আনোয়ারুল হক।
সভাপতির বক্তব্যে মো: রাশেদুজ্জামান বলেন, দাওয়াতে দ্বীনের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করা সময়ের দাবী। সমাজের প্রত্যেক শ্রেণীর লোকদের সাথে মিশে প্রমাণ করতে হবে আমরা দায়ী ইল্লাল্লাহের কাজ করছি। সমাজের চাহিদা কি তা চিহিৃত করে সমাধানের চেষ্টা করতে হবে।
দেড় শতাধিক লোকের উপস্থিতি অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জোন কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, প্রফেসর দেলোয়ার মজুমদার, মো: আব্দুল্লাহ, নুরুস সামাদ চৌধুরী প্রমুখ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.