11/13/2024 ইমরান খানকে মুক্তির দাবিতে দুই সপ্তাহের আল্টিমেটাম পিটিআইয়ের
মুনা নিউজ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৯
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল সমাবেশ করেছে তার প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে (পিটিআই)। সমাবেশ থেকে তাকে মুক্তি দিতে দুই সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়েছে। খবর জিও টিভি।
৮ সেপ্টেম্বর, রোববার ইসলামাবাদে সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই। তাদের এই সমাবেশ পণ্ড করতে রাজধানীর বিভিন্ন রাস্তায় কনটেইনার রাখাসহ বিভিন্ন বাধাবিপত্তি তৈরি করা হয়। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। তারপরও জনতার ঢল নামে এই সমাবেশে।
সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে যদি দুই সপ্তাহের মধ্যে আইনিভাবে মুক্তি না দেওয়া হয়, তাহলে আমরা নিজেরাই তাকে মুক্ত করব। এরজন্য প্রয়োজনে প্রথম গুলি আমার বুকে নেব।
সমাবেশে সাবেক মন্ত্রী হামাদ আজহার বলেন, আজকে পিটিআই নেতাকর্মীদের বাধা দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে তারা ইমরান খান এবং তার সমর্থকদের ভয় পায়। তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের বিরুদ্ধেও আন্দোলন শুরুর হুমকি দেন। এজন্য তিনি সমর্থকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
২০১৮ সালের ১৮ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন পিটিআই প্রতিষ্ঠাতা ও দেশের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। কিন্তু চার বছর পূর্ণ হওয়ার আগেই ২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান তিনি। এরপর থেকে তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলায় তিনি এখন কারাগারে রয়েছেন।
তবে কারাগারে থাকলেও এখন পর্যন্ত ইমরান খানের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তার সবই অস্বীকার করেছেন তিনি। রাজনৈতিক উদ্দেশে এবং রাজনীতি থেকে তাকে দূরে রাখতেই তার বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.