11/22/2024 চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াবে ভারত সরকার
মুনা নিউজ ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৬
ভারতে এ বছর কম হতে পারে আখের উৎপাদন। তাই চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতেই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছে ভারতের সরকারি কয়েকটি সূত্র।
এক্ষেত্রে বিশ্ববাজারে ভারতের অনুপস্থিতিতে সংকুচিত হতে পারে বৈশ্বিক সরবরাহ। ফলে বাড়তে পারে দাম।
খরার কারণে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল থেকে যখন সরবরাহ কমতে পারে তখন ভারতের কাছ থেকে এমন পদক্ষেপ আসতে যাচ্ছে।
ভারতের সরকারি সূত্রগুলোর মধ্যে একজন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে চিনি রপ্তানির কোনো সুযোগ নেই।
তিনি বলেন, স্থানীয় চাহিদা মেটানোর পর আমাদের অগ্রধিকার হলো ইথানল ব্লেনডিং। আমাদের ইথানল ব্লেনডিং লক্ষ্য পূরণের জন্য অধিক আখ প্রয়োজন।
কার্বন নিঃসরণ রোধ করার জন্য ভারতের লক্ষ্য ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে পেট্রোলে ইথানলের অংশ ২০ শতাংশে উন্নীত করা, যা এখন ১৩ থেকে ১৪ শতাংশে রয়েছে।
তাছাড়া গত কয়েক বছরে ভারতের চিনির মিলগুলো ইথানল উৎপাদনের সক্ষমতা বাড়িয়েছে।
সূত্রগুলো জনিয়েছে, নভেম্বর থেকে ইথনলের প্রকিউরমেন্ট মূল্য ৫ শতাংশ পর্যন্ত বাড়াবে ভারত সরকার।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.