11/22/2024 বাইডেন-মোদির ফোনালাপ: ভারতীয় গণমাধ্যম দিল নতুন তথ্য
মুনা নিউজ ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩২
গত মাসের শেষ দিকে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈশ্বিক এ দুই নেতার ফোনালাপ নিয়ে নতুন তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এতে বলা হয়েছে, গত ২৭ আগস্ট প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনালাপ করেছেন। এতে তারা বাংলাদেশ প্রসঙ্গ নিয়েও নানা বিষয়ে আলোচনা করেন। ভারতের পররাষ্ট্র দপ্তর এবং নরেন্দ্র মোদি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফোনালাপের পরের দিন হোয়াইট হাউস একটি বিবৃতি দেয়। তবে বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে গত ৩১ আগস্ট ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুই নেতার মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাইডেনের সঙ্গে মোদির ফোনালাপে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এক সংবাদ সম্মেলনে জন কিরবি জানান, টেলিফোনে আলাপকালে তারা বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কিরবি বলেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে প্রেসিডেন্ট তার অব্যাহত উদ্বেগের বিষয়টি স্পষ্ট করেছেন।
এর আগে গত ২৬ আগস্ট রাতে নিজের এক্স হ্যান্ডলে নরেন্দ্র মোদি ফোনালাপের বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন। সেখানে মোদি লিখেন, ‘আজ প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.