11/22/2024 ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
মুনা নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১০
মানবাধিকার রক্ষায় সহযোগিতা করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। ০২ সেপ্টম্বর, সোমবার এক বিবৃতিতে সংস্থাটি এ আহ্বান জানিয়েছে।
এতে বলা হয়েছে, গণতান্ত্রিক ও মানবাধিকার প্রক্রিয়া ফিরিয়ে আনতে গত কয়েক মাস ধরে বাংলাদেশের জনগণ চড়া মূল্য দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উচিত তাদের পাশে থাকা এবং সহযোগিতা করা।
এজন্য প্রথম পদক্ষেপ হিসাবে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনে তদন্ত করা ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের সম্মেলনে সমর্থন দেয়া উচিত। এর বাইরে মানবাধিকার লঙ্ঘনে অভিযোগ থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বিলুপ্ত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মানবাধিকার রক্ষায় বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলোনজরদারি করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে তোলা ও সংস্কারের সমর্থন দেয়া।
সূত্র: বিবিসি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.