11/22/2024 আসামের বিধানসভায় শুক্রবারের জুমার বিরতি বাতিল, তীব্র প্রতিক্রিয়া
মুনা নিউজ ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩১
৮৬ বছরের পুরনো রেওয়াজ ভেঙে আসামের বিধানসভায় শুক্রবার জুমার নামাজের জন্য দুই ঘণ্টার বিরতি বাতিল করা হয়েছে। ৩০ আগস্ট, শুক্রবার বিধানসভার রুলস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। খবর এনডিটিভি।
১৯৩৭ সালে মুসলিম লীগ নেতা সৈয়দ সাদুল্লাহর উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে মুসলিম সদস্যদের জুমার নামাজ আদায়ের সুবিধার্থে এই বিরতির প্রচলন হয়েছিল।
রুলস কমিটির বিবৃতিতে বলা হয়, ‘ধর্মনিরপেক্ষতার নীতির আলোকে এবং স্পিকার বিশ্বজিৎ দাইমারীর প্রস্তাব অনুযায়ী, শুক্রবারেও অন্যদিনের মতো বিধানসভার কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।’
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,‘“আসাম বিধানসভা ঔপনিবেশিক আমলের আরেকটি চিহ্ন ঝেড়ে ফেলল।’
তবে বিরোধী দলগুলো এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে এবং বিধানসভায় ধর্মীয় সহিষ্ণুতার পরিবেশ নষ্ট করবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.