11/22/2024 মুসলিমদের ‘মিঞা’ বলে কটাক্ষ আসামের মুখ্যমন্ত্রীর, বিরোধীদের মামলা
মুনা নিউজ ডেস্ক
৩০ আগস্ট ২০২৪ ০৪:৩২
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রাজ্যের ১৮ বিধায়ক। মুসলিম ‘মিঞাদের’ আসাম দখল করতে দেওয়া হবে না—হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়। লিখিত অভিযোগে বলা হয়, মুখ্যমন্ত্রী সম্প্রদায়গুলোর মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে যে ১৮ বিধায়ক পুলিশের কাছে অভিযোগ করেছেন, তাঁদের অধিকাংশই বিরোধী দল কংগ্রেসের নেতা। কংগ্রেসের আসাম রাজ্য শাখার প্রধান ভূপেন বোরাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূপেন বোরাহ বলেছেন, ‘আসামে ১৮টি বিরোধী দল আছে। যারা যৌথভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। লোকসভা ভোটের ফলাফলের পর থেকে আসামের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন এবং এমনকি বিধানসভার ভেতরেও সংবেদনশীল বিবৃতি দিচ্ছেন। আমরা এই বিষয়ে রাষ্ট্রপতিকেও চিঠি দেব।’
কয়েক দিন আগে, আসামের নগাঁও জেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করা হয়। সেই ইস্যুতে আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করার সময় হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেন। এ ছাড়া, আসামে বর্তমানে রাজ্যটির শিবসাগর জেলায় বাংলাভাষী মুসলিমদের টার্গেট করা হচ্ছে—এমন অভিযোগও পাওয়া যাচ্ছে।
বিশেষ করে লোয়ার আসাম থেকে আপার আসামে যাওয়ার ক্ষেত্রে মুসলিমরা বাধার শিকার হচ্ছেন। রাজ্যের বিধায়ক রফিকুল ইসলাম বলেন, লোয়ার আসামের লোকজন আপার আসামের জেলাগুলোতে যাবে, এটি তাদের অধিকার ছিল। কিছু সংস্থা তাদের অবিলম্বে চলে যেতে বলে নির্দেশ দিচ্ছে।
এসব ইস্যুতে বিরোধীরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। বিরোধীরা হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনার পর তিনি বলেন, ‘আমি পক্ষ নেব। তো আপনার কী করবেন?’ তিনি বলেন, ‘কেন লোয়ার আসামের লোকেরা আপার আসামে যাবে? যাতে মুসলিম মিঞারা আসাম দখল করতে পারে? আমরা এটা হতে দেব না।’
এ সময় হিমন্ত দাবি করেন তিনি কেবল সাবেক গভর্নর এস কে সিনহার কথারই পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেন, ‘আসামের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত লোকপ্রিয় গোপীনাথ বর্দোলোই বিধানসভায় যে কথাগুলো বলেছিলেন, আমি সেই একই কথা পুনরাবৃত্তি করেছি। সাবেক মুখ্যমন্ত্রী বিষ্ণুরাম মেধিও এটি বলেছিলেন। আমি এটি বাড়তি কিছু যোগ করিনি বা সংশোধন করিনি। তারা (বিরোধীরা) যদি এফআইআর দায়ের করতে চান, প্রত্যেকের বিরুদ্ধে এটি দায়ের করতে হবে। তাদের জন্য আমার করুণা হচ্ছে।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.