11/09/2024 জেলেনস্কিকে পুতিনের সাথে আলোচনায় বসতে পরামর্শ দিলেন মোদি
মুনা নিউজ ডেস্ক
২৪ আগস্ট ২০২৪ ১০:২৭
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে কূটনৈতিক পদ্ধতিতে যুদ্ধ থামানোর পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন তিনি। প্রয়োজনে ব্যক্তিগতভাবে এই যুদ্ধ থামাতে মোদি সাহায্য করবেন বলেও জানিয়েছেন।
কিছু দিন আগে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি। সেখানে পুতিনের সাথে তার বৈঠক হয়। মোদির রাশিয়া সফরের ঠিক আগেই ইউক্রেনের শিশুদের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল মস্কো। সেই ঘটনার পর মোদি-পুতিন বৈঠকের সমালোচনাও করেছিলেন জেলেনস্কি। এবার সেই মোদি পৌঁছে গিয়েছেন ইউক্রেনে। একই ভাবে বৈঠক করেছেন জেলেনস্কির সাথেও।
জেলেনস্কিকে মোদি বলেছেন, ‘কোনো সমস্যার সমাধান যুদ্ধ করে পাওয়া যায় না। সমাধান পেতে হবে মুখোমুখি কথাবার্তা এবং কূটনীতির মাধ্যমে। যুদ্ধে সময় নষ্ট না করে আমাদের তাই সেই পথে হাঁটা উচিত।’ একই কথা রাশিয়া সফরে গিয়ে পুতিনকেও বলেছিলেন মোদি।
ইউক্রেনে দিয়ে মোদি বলেছেন, ‘আমরা বরাবর যুদ্ধ থেকে দূরে থেকেছি। কিন্তু তার মানে আমরা নিরপেক্ষ নই। আমরা শান্তির পক্ষে। আমরা বুদ্ধ এবং মহাত্মা গান্ধীর দেশের মানুষ। আমি এখানে শান্তির বার্তা নিয়েই এসেছি। আমি পুতিনের মুখের উপর বলেছিলাম, এটা যুদ্ধের সময় নয়। যুদ্ধক্ষেত্রে এখন সমাধান পাওয়া সম্ভব নয়।’
জেলেনস্কিকে মোদি আরো বলেছেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করে বলছি, শান্তি স্থাপনের জন্য সক্রিয় ভূমিকা নিয়ে প্রস্তুত ভারত। আমি যদি এখানে ব্যক্তিগতভাবে কোনো ভূমিকা নিতে পারি, তা-ও করব। আমি বন্ধু হিসেবে আপনাকে সে বিষয়ে আশ্বস্ত করতে চাই।’ ইউক্রেন এবং রাশিয়ায় ‘শান্তির সূর্যোদয়’ দেখতে চান, জানিয়েছেন মোদি।
শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বিশেষ বৈঠক ছিল মোদির। প্রায় তিন ঘণ্টা ধরে সেই বৈঠক চলে। মোদির সাথে সাক্ষাতের পরে জেলেনস্কি সমাজমাধ্যমে লিখেছেন, ‘একটি ইতিহাস তৈরি হল। ইউক্রেনের স্বাধীনতার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী এ দেশে পা রাখলেন। ইউক্রেনের জাতীয় সার্বভৌমত্বকে সমর্থন করে ভারত। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, জাতিসঙ্ঘ নির্ধারিত নিয়ম সকলের অনুসরণ করা উচিত।’
রাশিয়ার হামলায় কিছু দিন আগে ইউক্রেনের শিশু হাসপাতালে যে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করেছেন মোদি। তিনি বলেছেন, ‘যুদ্ধের বলি হয়েছে নিষ্পাপ শিশুরা, এটা হৃদয়বিদারক। মানবিকতায় বিশ্বাসী কোনও ব্যক্তি এই ধরনের ঘটনা মেনে নিতে পারেন না।’
উল্লেখ্য, মোদির এই সফরে ভারত এবং ইউক্রেনের মধ্যে মোট চারটি বিষয়ে চুক্তি হয়েছে। তার মধ্যে চিকিৎসা, কৃষি, মানবিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিষয় রয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য, কৌশলগত আংশীদারি এবং প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা-সংক্রান্ত সহযোগিতা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.