11/25/2024 দ্রুতই চালু হচ্ছে পিস টিভি বাংলা : জাকির নায়েক
মুনা নিউজ ডেস্ক
২১ আগস্ট ২০২৪ ০৫:৩৭
দীর্ঘ সময় বন্ধ থাকার পর সুসংবাদ আসছে পিস টিভি বাংলার দর্শকদের জন্য। অতি দ্রুতই বাংলাদেশে পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে। আর এই তথ্য জানিয়েছেন ভারতের খ্যাতনামা ইসলামি বক্তা ডা. জাকির নায়েক।
১৯ আগস্ট, সোমবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। দর্শকের করা একটি প্রশ্নের জবাবে ডা. জাকির নায়েক জানান, পিস টিভির স্যাটেলাইট সম্প্রচার কখনও বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে।
ওই দর্শক জিজ্ঞেস করেন ‘নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন?’
জবাবে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনও বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে।
তিনি আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে।
এর আগে ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এ অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেয়া হয়। পরে দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.