11/25/2024 রাশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প; আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু
মুনা নিউজ ডেস্ক
১৮ আগস্ট ২০২৪ ০৪:০৯
রাশিয়ার দূর-পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় ১৮ আগস্ট রবিবার সকালে আঘাত হানে ভূমিকম্পটি। স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি এবং উপকূলীয় এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর থেকে ৩.৯ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি আফটার শক অনুভুত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
ভূমিকম্পের কারণে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির থেকে ২৮০ মাইল দূরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল শহর কামচাতকাতে অবস্থিত শিবেলুচ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন। শহরটিতে এক লাখ ৮০ হাজার জনসংখ্যা রয়েছে।
ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করে। কিছু সময় পরই সুনামির ঝুঁকি কেটে গেছে বলে জানানো হয়।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কম্পন অনুভূত হওয়ার পরই বাসিন্দারা বাসা থেকে বেরিয়ে আসেন। তবে কোন বড় ক্ষতি হয়নি বলে জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.