04/02/2025 মুনা নিউজার্সি নর্থ এবং সেন্টার অব প্যাটারসনের উদ্যোগে প্যাসাইক কাউন্টি ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে
মুনা নিউজ ডেস্ক
১৮ আগস্ট ২০২৪ ০৩:১০
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা – মুনা নিউজার্সি নর্থ চ্যাপ্টার এবং মুনা সেন্টার অব প্যাটারসন এর যৌথ উদ্যোগে প্যাসাইক কাউন্টি ফেয়ারের দাওয়াহ ওয়ার্কস অনুষ্ঠিত হচ্ছে। গত ১৫ আগস্ট বৃহস্পতিবার থেকে এই মেলা শুরু হয়। ৪ দিনব্যাপী এই মেলা চলবে ১৮ আগস্ট রবিবার পর্যন্ত।
প্রতিদিনই প্রায় ২৫ হাজারের উৎসুক জনতা এই মেলায় ভিড় করছে।
মেলায় আগত ভিন্ন ধর্মালম্বী ও ভাষার লোকদের মাঝে বাংলা, ইংরেজি, স্প্যানিশ এবং চাইনিজ ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ কপি বিতরণ করা হচ্ছে। এছাড়া ইসলামিক লিটারেচার এবং ফ্লায়ারও বিতরণ করা হচ্ছে।
মেলায় এখন পর্যন্ত ৪ জন পুরুষ এবং ৩ জন নারী শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।
.
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.