11/22/2024 ইসরাইলে হামলা চালানোর ব্যাপারে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
১৭ আগস্ট ২০২৪ ০৮:৩৭
“ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইসরাইলে হামলা চালালে বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হতে হবে” ইরানকে এমন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এক কর্মকর্তা শুক্রবার বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে গাজায় যুদ্ধবিরতির আলোচনা লাইনচ্যুত হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইসরাইলে হামলা পরিণতি বেশ বিপর্যয়কর হতে পারে, বিশেষ করে ইরানের জন্য।
তিনি আরো বলেন, ইরানের মিত্র হামাসই ৭ অক্টোবর এই যুদ্ধ শুরু করেছিল। ইরান যদি আমাদের কাছে দীর্ঘ যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে আসে খুব ভালো। এসব না করে যদি হামলার পথ বেছে নেয় সেটা হবে পরিহাস৷
হামাসকে ছাড়াই গাজা যুদ্ধ বন্ধে কাতারে দুদিনের আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার দাবি করেছেন, যুদ্ধবিরতি আলোচনা আগের যে কোনো সময়ের চেয়ে ফলপ্রসু হয়েছে। যদিও সমালোচকরা বলছে, আদৌ কোনো সিদ্ধান্ত আসেনি ওই বৈঠক থেকে।
৩১ জুলাই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করে তারা। দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.