11/22/2024 ইসরাইল বিরোধী বিক্ষোভে বাধা দেওয়ায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ
মুনা নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৪ ০৮:১১
গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এ বছর। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে হামলার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনোশে শফিক। এবার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জানা গেছে, নতুন সেমিস্টার শুরুর কয়েক সপ্তাহ আগে পদত্যাগ করলেন তিনি। প্রায় এক বছর এই পদে ছিলেন শফিক।
যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা আটটি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত আইভি লিগের সদস্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের উপর এমন দমন পীড়ন সবাইকে হতবাক করে দেয়।
বুধবার সন্ধ্যায় ইমেলের মাধ্যমে তার সিদ্ধান্তের বিষয়টি জানান নেমাত মিনোশে। ইমেইলে নেমাত বলেন, ‘দু:খের সঙ্গে জানাচ্ছি, আমি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ২০২৪ সালের ১৪ আগস্ট থেকে আমার পদত্যাগ কার্যকর হবে।’
এতে তিনি দাবি করেন, তার পদে তিনি সাফল্য অর্জন করেছেন। তবে তিনি উল্লেখ করেন, তার মেয়াদ চলাকালীন সময়টি ‘গোলযোগপূর্ণ ছিল এবং বিশ্ববিদ্যালয়ে সকল সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন চিন্তাধারার মাঝে সমন্বয়য় ঘটানো খুব ঝামেলাপূর্ণ হয়ে দাঁড়ায়।’
তিনি বলেন, ‘এ সময়টি আমার পরিবার ও এ সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের জন্য বেশ কঠিন ছিল।গত গ্রীষ্মে আমি ভালো করে ভেবে দেখেছি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমার সরে দাঁড়ানোই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.