11/25/2024 ইসরাইল মধ্যপ্রাচ্যের বুকে একটি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মুনা নিউজ ডেস্ক
১৪ আগস্ট ২০২৪ ১০:৪২
ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইসরাইল মধ্যপ্রাচ্যের বুকে একটি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার। মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্ট ও যুদ্ধ বাধিয়ে দেওয়ার লক্ষ্যে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। ১৩ আগস্ট, মঙ্গলবার তেহরানে শহীদ হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ হানিয়ার তাজা রক্ত ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে বিশ্বব্যাপী আরও শক্তিশালী রূপ দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাদের সাহস, বীরত্ব ও আত্মত্যাগের কারণে বিশ্বব্যাপী ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে। আল-আকসা তুফান অভিযান বিশ্বের বহু হিসাব-নিকাশ ও ভারসাম্য পাল্টে দিয়েছে।
আলী বাকেরি কানি বলেন, বিশ্বব্যাপী এখন প্রতিরোধ একটি কার্যকর সমাধান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। রাজনৈতিক অঙ্গনেও অনেকে প্রতিরোধকে সমাধান হিসেবে গ্রহণ করতে শুরু করেছেন।
সূত্র: পার্সটুডে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.