04/03/2025 ’মুনা কনভেনশন-২০২৫’ এর তারিখ ঘোষনা
মুনা সাংগঠনিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৪ ০৪:০০
নর্থ-আমেরিকাতে মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা – ’মুনা কনভেনশন-২০২৫’ এর তারিখ ঘোষনা করেছে আয়োজকরা। আগামী বছরের ৮ আগস্ট থেকে ১০ আগস্ট ৩ দিনব্যাপী ’মুনা কনভেনশন-২০২৫’ অনুষ্ঠিত হবে।
“ইসলাম-পিচ এন্ড জাস্টিজ ফর হিউম্যানিটি’’ শ্লোগানকে সামনে রেখে গত ৯ আগস্ট শুক্রবার থেকে ১১ আগস্ট রোববার মধ্যরাত পর্যন্ত নর্থ-আমেরিকাতে মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন ’মুনা কনভেনশন-২০২৪’ অনুষ্ঠিত হয়। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার কনভেনশন সেন্টারে ৩ দিনব্যাপি মুনার ৭ম বার্ষিক সম্মেলনটির আয়োজন করা হয়।
বাংলাদেশ ও আমেরিকানসহ বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন স্বনামধন্য এবং বিখ্যাত স্কলারস কনভেনশনে কুরআন এবং সুন্নাহের আলোকে বক্তব্য রাখেন।
প্রায় ২০ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনে শিশু কিশোর, ইয়ুথ, নারী পুরুষদের জন্য ছিলো ভিন্ন ভিন্ন আয়োজন।
বরাবরের মতো এবারো কনভেশনে নারী পুরুষের পোশাক পরিচ্ছদ, অলঙ্কার, হস্তশিল্প সামগ্রী, গিফট আইটেমস ও খাবারের দোকানসহ ছিলো রকমারী সামগ্রীর মেলা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.