11/22/2024 পলায়নরত রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলা করেছে মিয়ানমার
মুনা নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৪ ১০:৪৭
বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গাদের ওপর ড্রোন হামলা করেছে মিয়ানমার। এতে বহু নারী ও শিশু নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরিবারের সবাই মারা গেছেন—এমন একাধিক পরিবারও রয়েছে।
গত সোমবার এ ঘটনা ঘটেছে। হতাহত রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন। চারজন প্রত্যক্ষদর্শী, অধিকারকর্মী ও একজন কূটনীতিকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহত হওয়া মানুষের সংখ্যা ২০০-এর বেশি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি নিজে কমপক্ষে ৭০টি মরদেহ দেখেছেন।
রয়টার্স হামলার স্থানটি নিশ্চিত হতে পেরেছে। এটি মিয়ানমারের উপকূলীয় শহর মংডুর ঠিক বাইরে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, সেখানে কাদামাটির ওপর এখানে-সেখানে লাশের স্তূপ পড়ে আছে।
এ হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী একে অপরকে দায়ী করছে। এই দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে তীব্র লড়াই চলছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.