11/25/2024 আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ’মুনা কনভেনশন ২০২৪‘
মুনা সাংগঠনিক ডেস্ক
৯ আগস্ট ২০২৪ ০৭:৫৬
আজ থেকে শুরু হচ্ছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা কনভেনশন ২০২৪ এর ৭ম আসর। ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে (৯-১১ আগস্ট) ৩দিন ব্যাপী এবারের কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।
’ইসলাম, পিস এন্ড জাস্টিস ফর হিউম্যানিটি’ এই স্লোগানকে সামনে রেখে এবারের কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। এতে মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান পরিবারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা করছেন মুনা’র আয়েজকগন।
প্রতিবারের মতো এবারের কনভেনশনে দিকনির্দেশনা-সংবলিত আলোচনা রাখবেন প্রায় ৪০ জনের বেশি বিশ্বখ্যাত আলোচকবৃন্দ। ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায়ও আলোচকগণ আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫ হাজারের বেশি মানুষ এবারের কনভেনশনের জন্য রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকরা আরো জানান ভার্চুয়াল লেন্সের মাধ্যমে সৌরজগৎ এবং সাগরের নিচের জগৎকে দেখার জন্য শিশুদের জন্য মুনা ফান পার্ক এর আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান এবং খেলাধুলার জন্য রাইডের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
‘মুনা কনভেনশন ২০২৪’ এর বিস্তারিত জানতে www.munaconvention.com ভিজিট করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.