11/22/2024 ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া
মুনা নিউজ ডেস্ক
৭ আগস্ট ২০২৪ ০৭:১৯
ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের কাছে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার রাতে এ ভূ-কম্পন আঘাত হানে বলে জানিয়েছে আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সব এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, তাদের ১০০টি ফায়ার সার্ভিস স্টেশন স্থল, আকাশ ও সমুদ্রপথে কৌশলগত জরিপ পরিচালনা করবে। ৪৭০ বর্গ মাইলের শহর লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হবে। এ কাজ করতে তাদের এক ঘণ্টার মতো সময় লাগবে।
এর আগে গত ২৯ জুলাই লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়ার বারস্টোর এলাকায়। ওই ভূমিকম্পেও কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহত হয়নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.