11/23/2024 সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৩ দিন বন্ধ, অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
মুনা নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৪ ১১:৫২
বাংলাদেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকার ঘোষিত সাধারণ ছুটির তিন দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৪ আগস্ট, রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া রবিবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে ৫, ৬ ও ৭ আগস্ট (রোববার থেকে মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংক এবং এর আওতাধীন কার্যরত সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে সোমবার থেকে তিন দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। রোববার সরকারের নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।
সেইসাথে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারাদেশের নিম্ন আদালত সোমবার (৫ আগস্ট) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকে ঘিরে বাংলাদেশে ব্যাপক সংঘাত সহিংসতায় এখন পর্যন্ত ৮১ জন নিহতের খবর জানা গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.