11/25/2024 ৯০০ বারের বেশি ওমরাহ পালন করেছেন শ্রীলঙ্কান দম্পতি!
মুনা নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৪ ০৫:৫১
সব মুসলিমেরই আকাঙ্ক্ষা থাকে হজ-ওমরাহ করার, বাইতুল্লাহ জিয়ারত করার। তবে খুব কম লোকের কপালেই সে সৌভাগ্য লেখা থাকে। কিন্তু শ্রীলঙ্কান এক দম্পতি ২০ বছরে ৯০০ বারের বেশি ওমরাহ আদায় করেছেন। খবর সৌদি গেজেট।
আশরাফ-ফাতেমা নামের এই দম্পতি মূলত শ্রীলঙ্কার। তবে তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছেন। প্রায় ২০ বছর আগে প্রথমে ফাতেমা মসজিদে হারামে নারীদের নামাজের স্থানে কাজ শুরু করেন। পরে তার স্বামী আশরাফও একই মসজিদে হজ ও ওমরাহযাত্রী এবং মুসল্লিদের সেবায় নিয়োজিত হন।
জীবিকা নির্বাহের পাশাপাশি এমন একটি কাজের সুযোগ পাওয়ায় তারা মহান আল্লাহর প্রশংসা করেন। আশরাফ বলেন, বাইতুল্লাহ শরিফে দায়িত্ব পালন করা তাদের জন্য অত্যন্ত সৌভাগ্য ও গৌরবের বিষয়।
তারা জানান, প্রায় প্রতি সপ্তাহে তারা একসঙ্গে ওমরাহ করেন। ফলে ২০২২ সাল নাগাদ তাদের ওমরাহর সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। এরপর থেকে তাদের ব্যাপারে আর কোনো খবর পাওয়া যায়নি।
সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে তাদের ব্যাপারে প্রতিবেদন প্রকাশিত হলে তা ভাইরাল হয়ে যায়। তবে তাতে তাদের সাম্প্রতিক অবস্থানের কথা জানা যায়নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.