11/23/2024 লং মার্চ টু ঢাকা : নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের
মুনা নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৪ ০৫:৩৪
নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার ঢাকার শাহবাগ-শহীদ মিনারে সমাবেশ এবং মঙ্গলবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছে তারা।
গণমাধ্যমে পাঠানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে বলা হয়, ৫ আগস্ট (সোমবার) সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। আর ঢাকায় সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়।
এছাড়াও বিবৃতিতে মঙ্গলবার (৬ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার দুপুর ২টায় শাহবাগে জড়ো হবে আন্দোলনকারীরা। ‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা’ স্লোগানে সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বানও জানানো হয়। বলা হয়, যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায়, সমন্বয়কদের গুম-গ্রেফতারও করা হয়, তবুও একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই শান্তিপূর্ণভাবে রাজপথে থাকবে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৪ আগস্ট রবিবার থেকে বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের ঠেকাতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.