11/25/2024 চীনে সেতু ধসে নিখোঁজ ৫
মুনা নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৪ ১১:০৩
চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিধসের কারণে সেতু ধসে অন্তত পাঁচজন নিখোঁজ হয়েছে।
শনিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
সিচুয়ান প্রদেশে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চল গার্জের স্থানীয় সরকার বলেছে, কাংডিং ও লুডিংয়ের মধ্যে হাইওয়ে বরাবর দু’টি টানেল সংযোগকারী সেতুটি হঠাৎ পাহাড়ি স্রোত এবং ভূমিধসের কারণে ধসে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় স্থানীয় সরকার বলেছে, স্থানীয় সময় বেলা ১১টায় অন্তত তিনটি গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে। এসব গাড়িতে ছয় আরোহী ছিল। একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজন নিখোঁজ রয়েছে।
একাধিক উদ্ধারকারী দল তাদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
হিমালয়ের পাদদেশের পার্বত্য এলাকায় গার্জে অবস্থিত। এখানে বিপুল সংখ্যক তিব্বতি বসবাস করে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.