11/23/2024 বিক্ষোভ এবং অনির্দিষ্টকালের জন্য অসহযোগের ডাক বাংলাদেশি শিক্ষার্থীদের
মুনা নিউজ ডেস্ক
২ আগস্ট ২০২৪ ১১:২১
শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে ৩ আগস্ট শনিবার বাংলাদেশে বিক্ষোভ মিছিল, আর পরদিন ৪ আগস্ট রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
২ আগস্ট, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ।
শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করতে তারা দেশটির আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে ১ আগস্ট, বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল। শুক্রবার বাংলাদেশে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ ছিল তাদের এই কর্মসূচি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের এই কর্মসূচি ঘিরে তাদের সাথে পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কারফিউ জারি করে। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কারফিউ শিথিল করা হয়।
এই আন্দোলনে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সরকার। যদিও বিভিন্ন গণমাধ্যমে বলছে, এ সংখ্যা দুই শতাধিক।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.