11/23/2024 বৈষম্যবিরোধী আন্দোলন: ৩২ ঘণ্টা অনশনের পর ডিবি অফিস থেকে ছাড়া পেয়েছেন সমন্বয়করা
মুনা নিউজ ডেস্ক
১ আগস্ট ২০২৪ ০৯:০৬
বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে হেফাজতে রাখার কথা বলে আটক করে রাখা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে। অবশেষে ৩২ ঘণ্টা অনশনের পর তাদের আজকে ১ আগস্ট দুপুরে ছেড়ে দেয়া হয়।
‘একটু স্বাভাবিক’ হয়ে ডিবি অফিসে আটকের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয় থেকে ছাড়া পেয়ে এক আত্মীয়ের বাসায় গেছেন তিনি।
সেখান থেকে সংবাদমাধ্যমকে জানান, ছাড়ার আগে ৩২ ঘণ্টা ধরে অনশন করেছেন তারা।
‘বোঝেনই তো সাত দিন এক ধরনের পরিস্থিতির মধ্যে ছিলাম। তারপর লাস্ট ৩২ ঘণ্টা ধরে অনশন। একটু স্বাভাবিক হয়ে সবাই মিলে একটা লিখিত বক্তব্য দেবো,’ বলেন হাসনাত আব্দুল্লাহ।
এর আগে, ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কের সবাইকে পরিবারের জিম্মায় দেয়া হয়। বৃহস্পতিবার সকালেই পরিবারের সদস্যদের ডেকে পাঠায় পুলিশ।
কয়েক ঘণ্টা অপেক্ষার পর পুলিশের মাইক্রোবাসে করে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.