04/10/2025 চীনের হুমকি মোকাবিলায় জাপানে সামরিক কমান্ড পুনর্গঠন করার ঘোষণা যুক্তরাষ্ট্রের
মুনা নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৪ ০৩:২৮
চীনের হুমকি মোকাবিলায় নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করতে জাপানে নিজের সামরিক কমান্ড পুনর্গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২৮ জুলাই, রবিবার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন টোকিওতে দুই দেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ‘টু প্লাস টু’ আলোচনার পর এই ঘোষণা দেন।
তিনি সাংবাদিকদের জানান, জাপানে আমেরিকান বাহিনীকে একটি যৌথ বাহিনী সদর দফতরে উন্নীত করা হবে। যার নতুন মিশন ও কার্যক্রমের দায়িত্ব থাকবে। এটি জাপানে আমেরিকান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে এবং গত ৭০ বছরে আমাদের সামরিক সম্পর্কের অন্যতম শক্তিশালী অগ্রগতি হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বর্তমানে জাপানে প্রায় ৫৪ হাজার আমেরিকান সেনা মোতায়েন রয়েছে। যারা হাওয়াইয়ের ইন্দো-প্রশান্ত কমান্ড (ইনডোপ্যাকম)-এর অধীনে কাজ করেন। নতুন পদক্ষেপে আমেরিকান সেনাদের আরও ক্ষমতা দেওয়া হবে। যদিও তারা ইনডোপ্যাকম-এর অধীন থাকবে।
রাশিয়া ও উত্তর কোরিয়া সামরিক সম্পর্ক শক্তিশালী করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিলো। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সফর করেন। একই সঙ্গে পশ্চিমের সঙ্গে সম্পর্কের অবনতি এবং ইউক্রেনে হামলার পর চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বৃদ্ধি করছে।
ওয়াশিংটন ও টোকিও চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ নিয়ে উদ্বিগ্ন। দুই দেশ এ বিষয়ে নিজেদের অস্ত্র উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদন।
আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, চীনের পররাষ্ট্রনীতি ‘অন্যদের ক্ষতির বিনিময়ে নিজেদের সুবিধান জন্য আন্তর্জাতিক শৃঙ্খলা পুনরায় গঠনের চেষ্টা করছে’এবং ‘এই আচরণ মিত্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর উদ্বেগের বিষয় এবং ইন্দো-প্রশান্ত অঞ্চলে ও এর বাইরেও বৃহত্তম কৌশলগত চ্যালেঞ্জ’।
বেইজিংয়ের “উসকানিমূলক” সামুদ্রিক কার্যক্রম, রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এবং দ্রুত পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের সমালোচনা করা হয় বিবৃতিতে।
অস্টিন বলেন, চীন শক্তি প্রদর্শনমূলক আচরণে লিপ্ত। পূর্ব ও দক্ষিণ চীন সাগর, তাইওয়ান এবং অঞ্চলের অন্যান্য অংশে চলমান পরিস্থিতি পাল্টে দেওয়ার চেষ্টা করছে। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এবং রাশিয়ার সঙ্গে গভীর সহযোগিতা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।
তিনি আরও বলেন, সামরিক কমান্ডের উন্নয়ন ‘চীনের কোনও হুমকির ভিত্তিতে নয়’। বরং মিত্রদের আরও ঘনিষ্ঠ ও কার্যকরভাবে কাজ করার ইচ্ছার প্রতিফলন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.