11/23/2024 গাজার পর তুরস্কের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত: এরদোয়ান
মুনা নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২৪ ১০:২৪
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে 'স্থূল বুদ্ধির' আমেরিকান এমপিরা শুনেছেন মিথ্যাবাদী ও যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কথা। গাজায় ৪০ হাজার নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যাকরী ইসরায়েল মানবাধিকারকে পদদলিত করেছে। এখন তাদের নোংরা দৃষ্টি পড়েছে তুরস্কের দিকে। নেতানিয়াহুর সাম্প্রতিক আমেরিকান সফর নিয়ে এভাবেই নিজের রাগ ঝেড়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আনাদোলুর।
তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ রাইজে ২৭ জুলাই, শনিবার এক সমাবেশে এসব কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, গাজায় গণহত্যা চালিয়ে নেতানিয়াহু উল্টো ফিলিস্তিনিদের বিরুদ্ধে মিথ্যা গল্প ফেঁদেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে গিয়ে। তার এসব মিথ্যাচারকে বিশ্বাস করেছেন ‘স্থুল বুদ্ধির’ আমেরিকান এমপিরা।
এরদোয়ানের প্রশ্ন, তার মতো একটা জঘন্য হত্যাকারীকে কিভাবে লালগালিচা সংবর্ধনা দেয় নির্বোধ আমেরিকান এমপিরা? নেতানিয়াহুর বক্তব্য শুনে আমেরিকান পার্লামেন্ট সদস্যরা গত বুধবার যেভাবে হাততালি দিয়েছে, তা দেখে লজ্জায় বিশ্বের বিবেকবান মানুষের মাথা হেট হয়ে গেছে।
এ সময় এরদোয়ান আরো বলেন, গাজাকে ধূলায় মিশিয়ে দেয়া বর্বর ইসরায়েলিরা যে এর পর তুরস্কের আনাতোলিয়ার দিকে কু-দৃষ্টি দেবে না, তারই বা কি নিশ্চয়তা আছে।
তুরস্কের বিরোধী দলের নেতাদের দাবি, ফিলিস্তিনের নেতাদেরও তুর্কি পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে তাদের বক্তব্য দেয়ার সুযোগ দেয়া উচিত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.