04/10/2025 অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে হামলা
মুনা নিউজ ডেস্ক
২৭ জুলাই ২০২৪ ০৯:৩০
অলিম্পিক উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে চালানো ফ্রান্সের রেল নেটয়ার্কে ভয়াবহ হামলা হয়েছে। ফলে দেশটির রেল নেটওয়ার্ক শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরছে না বলে জানিয়েছে সরকারি রেল চলাচল কর্তৃপক্ষ এসএনসিএফ।
শনিবার (২৭ জুলাই) এসএনসিএফের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার জেরে ক্ষয়ক্ষতির প্রভাব অন্তত রোববার পর্যন্ত থাকবে। মেরামতের কাজ ইতোমধ্যে অনেকটা এগিয়ে গেছে। তবে শিগগিরই রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না।
শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিকের আসর ডানা মেলে। এর অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতে ফ্রান্সের বিভিন্ন উচ্চগতির রেল নেটওয়ার্কে নজিরবিহীন হামলা ঘটে। এ সময় দেশজুড়ে বেশ কয়েকটি স্টেশন ও রেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে রেললাইনও উপড়ে ফেলা হয়।
দেশটিতে আকস্মিক এ হামলায় রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সও যাতায়াতের জন্য রেল যোগাযোগের ওপর ব্যাপক নির্ভরশীল। ফলে এতে লোকজন ব্যাপক ভোগান্তির মুখে পড়েন।
এসএনসিএফের তথ্যমতে, রাতে একযোগে কয়েক দফায় রেল নেটওয়ার্কে হামলা চালানো হয়। এতে করে আটলান্টিক, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতগতির রেল নেটওয়ার্ক অচল করে দিতে বড় ধরনের এ হামলা চালানো হয়েছে। ফলে অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হয়েছে, যা মেরামত করতে পুরো সপ্তাহ লেগে যেতে পারে। শনিবার এসএনসিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৬টায় পূর্বাঞ্চল থেকে প্যারিসগামী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া উত্তরাঞ্চল থেকে প্যারিসগামী আসা-যাওয়া করা ট্রেনগুলোর ৮০ শতাংশ এক থেকে দুই ঘণ্টা দেরিতে চলাচল শুরু হয়েছে। আটলান্টিক বা দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্যারিসগামী আপ-ডাউন ট্রেনের চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। এটি রোববার পেরিয়ে যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউরোপের এ দেশটির বৃহত্তম রেল কোম্পানি ইউরোস্টার জানিয়েছে, হামলার কারণে আগামী রোববার পর্যন্ত স্বাভাবিক অবস্থার চেয়ে রেল চলাচল এক পঞ্চমাংশ হ্রাস পাবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.