11/22/2024 বিশ্বের কুখ্যাত মাদক সম্রাট টেক্সাসে আটক
মুনা নিউজ ডেস্ক
২৭ জুলাই ২০২৪ ০৮:৫৭
মেক্সিকোর কুখ্যাত মাদক পাচার চক্র সিনালোয়া কার্টেলের নেতা ইজমায়েল ‘এল মায়ো’ জামবাদা যুক্তরাষ্ট্রে ধরা পড়েছেন। বিশ্বের অন্যতম কুখ্যাত মাদক সম্রাট ছিলেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুলাই) টেক্সাসের এল পাসো থেকে তাকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করেছে।
ইজমায়েল জামবাদা (৭৬) ও হোয়াকিন ‘এল চাপো’ গুজম্যান মিলে সিনালোয়া কার্টেল গঠন করেন। তাদের মধ্যে এল চাপো বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি কারাগারে বন্দি রয়েছেন। এল মায়োর আগে এল চাপোর ছেলে হোয়াকিন গুজম্যান লোপেজকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
জামবাদার বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা ‘ফেনটানাইল’ মাদক তৈরি ও বিতরণের অভিযোগ আনেন। এ মাদকটি হেরোইনের চেয়ে শক্তিশালী। এ ছাড়া তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার, খুন, অপহরণ, অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৫ জুলাই) অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড বলেন, তারা দুজন বিশ্বের সবচেয়ে সহিংস ও শক্তিশালী মাদক পাচার চক্রগুলোর অন্যতম। তাদের তৈরি মাদক ফেনটানাইল যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে প্রাণঘাতী মাদকসংশ্লিষ্ট হুমকি হয়ে দাঁড়িয়েছে। জনগণের মধ্যে এই বিষ ছড়িয়ে দেওয়ার জন্য এ চক্রের প্রত্যেক নেতা, সদস্য ও সহযোগী দায়ী। তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।
যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা বলছেন, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মাদক সরবরাহকারী চক্র হলো সিনালোয়া কার্টেল। দেশটিতে ১৮ থেকে ৪৫ বছর বয়সী নাগরিকদের মৃত্যুর অন্যতম কারণ হলো ফেনটানাইলের ব্যবহার।
কুখ্যাত এ মাদক সম্রাটকে ধরিয়ে দিতে এর আগে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ডিইএ) দেড় কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কুখ্যাত এ মাদকসম্রাটের মেক্সিকোতে বেশকিছু ব্যবসা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো- দুগ্ধজাত পণ্যের প্রতিষ্ঠান, পরিবহন সেবা ও হোটেল ব্যবসা। এ ছাড়া আবাসন খাতের ব্যবসাও রয়েছে এ মাদক সম্রাটের।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.