11/24/2024 ডলারের বিপরীতে আরো কমল টাকার মান
মুনা নিউজ ডেস্ক
৩১ মে ২০২৩ ২০:৫৩
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও দেশের রপ্তানি আয়ে আবারও ডলারের দাম বাড়ানো হয়েছে। এতে প্রবাসীরা তাদের পাঠানো প্রতি ডলারের দাম পাবেন ১০৮ টাকা ৫০ পয়সা ও রপ্তানিকারকরা প্রতি ডলারের দাম পাবেন ১০৭ টাকা করে।
আজ বুধবার ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতারা এ সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার (০১ জুন) থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।
এর আগে প্রবাসীরা ডলারের দাম পেতেন ১০৮ টাকা এবং রপ্তানিকারকরা পেতেন ১০৬ টাকা। ফলে প্রবাস আয়ে ৫০ পয়সা এবং রপ্তানি আয়ে ডলারপ্রতি এক টাকা বৃদ্ধি পেল। অর্থাৎ টাকার মান আগের থেকে আরো কমে গেল।
গত বছরের মার্চ মাস থেকে দেশে ডলারের সংকট শুরু হয়।
সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম নিয়ন্ত্রণ করতো বাংলাদেশ ব্যাংক। এতে ডলার সংকট কমার পরিবর্তে আরো বেড়ে যায়। খোলাবাজারে ১১৫ টাকারও বেশি দামে গ্রাহকদের ডলার কিনতে হয়েছিল। এরপর গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে যায়।
দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদাকে। এখন ওই দুই সংগঠন যৌথভাবে ডলারের দাম নির্ধারণ করছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.