11/23/2024 কোটা আন্দোলন:৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিলো আরব আমিরাত
Israt Jahan
২৪ জুলাই ২০২৪ ০৯:২৭
বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে যংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে আমিরাতের আদালত।
এপির খবরে বলা হয়েছে, গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতজুড়ে বেশ কয়েকটি রাস্তায় 'দাঙ্গা উসকে দেওয়ার জন্য' অভিযুক্ত করে ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আমিরাত নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আদালত একজন সাক্ষীর কথা শুনেছে, যিনি নিশ্চিত করেছেন, আসামিরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বৃহৎ আকারে মিছিলের সমাবেশ করেছে।
যদিও আদালত-নিযুক্ত একজন আইনজীবী বলেছেন, সমাবেশগুলোতে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। তাদের বিরুদ্ধে প্রমাণগুলোও অপর্যাপ্ত ছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এ ঘটনায় নিন্দা জানিয়েছে। আমিরাতে প্রতিবাদ করা কার্যকরভাবে অবৈধ। দেশটিতে বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.